Main Menu

দূর্ঘটনা ও অপরাধ

আফগানিস্তানে মসজিদে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৬২

মসজিদে বোমা হামলার পরে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিবিসিএকাত্তর ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় বোমাহামলায় ৬২ জন নিহত হয়েছেন। নানগাহার প্রদেশের গভর্নর আয়াতুল্লাহ খোগিয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের। খোগিয়ানি বলেন, শুক্রবারে নামাজের জন্য মসজিদে আসা মানুষের ওপর এ হামলা হয়। এতে ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতরে পেতে রাখা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদটির ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে বলেও তিনি জানান। এদিকে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সেদ্দিকী বলেন, এটি আত্মঘাতী হামলা। এ হামালায় তিনি টুইটারে তীব্র নিন্দা জানিয়েছেন। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবেআরো পড়ুন