ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় ইঞ্জিনিয়ার ছাত্র নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আল হাসিন আখলাক বাবু ( ২৫) নামের এক ইঞ্জিনিয়ার ছাত্র নিহত হয়েছেন । গতকাল সোমাবার সন্ধ্যায় জেলার পালিগাঁওয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আল হাসিন আখলাক বাবু ব্র্যাক ইউনিভারসিটি এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ( ট্রিপলি) এর ছাত্র এবং রাণীশংকৈল পৌরশহরের মৃত দেলোয়ার হোসেন এর একমাত্র সন্তান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে পীরগঞ্জ যাওয়ার পথে পীরগঞ্জের পালিগাঁওয়ে ট্রাকের সাথে সংঘর্ষে আল হাসিন আখলাক বাবু আহত হয় এবং স্থানীয়দের সহায়তায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় । পরে পরিবারের সদস্যরদের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে পথের মধ্যে মারা যায় আল হাসিন আখলাক বাবু । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর মোঃ মাইদুল ইসলাম ।