Main Menu

চকরিয়াতে মহেশখালী পূর্ব জোন স্টেশন   কোস্ট গার্ডের বিরুদ্ধে মানববন্ধন পালিত

 

বিবিসি একাত্তর ডেস্কঃ

বাংলাদেশ কোস্ট গার্ড মহেশখালী পূর্ব জোন স্টেশনের বদরখালীস্থ অফিসের  প্যাটি অফিসার আরশাদুল ইসলাম সহ কোস্ট গার্ড সদস্যদের বেপরোয়া চাঁদাবাজি, হয়রানি ও নিরীহ জেলেদের মারধর এর প্রতিবাদ কারী বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ জননেতা  শেখ সালাহ উদ্দিন (শেখ) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধর ও ইয়াবা নাটক সাজানোর প্রতিবাদে   ০২ অক্টোবর’১৯ তারিখ বিকেল ৪টায় চকরিয়া সিটি সেন্টারস্থ প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক সহিংসতা দিবস উৎযাপন উপলক্ষে সুজন ও পিস প্রেসার গ্রুপ চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ক ম গিয়াস উদ্দিন, অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক মুজিবুর রহমান রতন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সুজন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি ও সুজন চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবির, সুজন চকরিয়া উপজেলার সহ-সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী শাহানা বেগম, দি-হাঙ্গার প্রজেক্ট চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ মাঈনুল ইসলাম, সুজন চকরিয়া উপজেলা সম্পাদক এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন খালেদ, মানবাধিকার সম্পাদক ও এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী, দিবস উৎযাপন সম্পাদক মহিউদ্দিন মহত খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক -১ ও এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল মনসুর মোঃ মহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক -০২ আব্দুল করিম বিটু, নির্বাহী সদস্য ও পিপিজি এ্যাম্বাসেডর সাংবাদিক জাহেদুল হক, নির্বাহী সদস্য ও এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির সার্ভিস ডিরেক্টর মোঃ তানভীরুল ইসলাম, হাসিনা বেগম, রেজিনা আক্তার, সোমাইয়া, বাংলাদেশ যুব সংসদ কক্সবাজার জেলা সভাপতি মোঃ শোয়াইবুল ইসলাম, চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার জসিম উদ্দিন সহ সুজন, দি-হাঙ্গার প্রজেক্ট, বিকশিত নারী নেটওয়ার্ক, পিস প্রেসার গ্রুপ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, একটিভ সিটিজেনের সদস্যবৃন্দ ও চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে সাম্প্রতিক ঘটে যাওয়া নৃশংস হত্যাকান্ড কিশোর আনাচের খুনীদের বিচার ও বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সালাহ উদ্দিন নিরপরাধ জেলেদের পক্ষ হয়ে, কোস্ট গার্ডদের চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদ করায়, কোস্ট গার্ড মহেশখালী পূর্ব জোন স্টেশনের প্যাটি অফিসার আরশাদুল ইসলাম ফোন করে শেখ সালাহ উদ্দিন কে ডেকে নিয়ে নির্মম ভাবে নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে মহেশখালী পূর্ব জোন স্টেশন বদরখালী থেকে সরিয়ে মহেশখালীতে স্থানান্তর ও নিরাপদ শেখ সালাহ উদ্দিন কে নির্যাতনকারী প্যাটি অফিসার আরশাদ, ফজলু সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*