কক্সবাজারে চলন্ত গাড়িতে চালকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি ॥
অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন ড্রাইভার জহির। যাত্রীদের নিরাপদে রেখে গাড়ি থামিয়ে স্টেয়ারিং ধরে বসে থাকতে থাকতেই হেলে পড়েন জহির নিজের আসনে। পাশেই যাত্রীদের নজরে আসলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গাড়ির একাধিক যাত্রী সূত্রে জানাযায় জহির ২৫ কিলোমিটার গাড়ি চালিয়ে ১৪ নভেম্বর সকাল ৯টা যখন কোটবাজার ষ্টেশনে এঘটনা ঘটে। গাড়িতে থাকা যাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন। ওই এলাকার স্থানীয় অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
« কক্সবাজারে ৫৩ তরুণের অংশগ্রহণে কমিউনিটি সভা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) জেলা প্রশাসনের ভূমি শাখার ৭ কর্মচারী প্রত্যাহার »